History

History

সেই ষাটের দশকের কথা তখনও অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই বিষয়টি এলাকার শিক্ষানুরাগী জনগনের মনকষ্টের কারন ছিল। এই মনকষ্টথেকেই এলাকায় শিক্ষার আলো ছড়ানোর জন্য অত্র ইউনিয়নের ততকালীন চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হামিদ মিয়া অত্র এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ঠজনের সাথে আলোচনা করেন ও স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। অবকাঠানমো তৈরিতে সার্বিক সহযোগীতা করেন জনাব মোঃ আলেফ উদ্দীন (আলেফ ধনী) ও স্থানীয় জনগণ ।
পাগলাপীর স্কুল ও কলেজ, রংপুর সদর, রংপুর।
পূর্ব নামঃ পাগলাপীর বি এল হাই স্কুল, রংপুর সদর, রংপুর।
প্রতিষ্ঠিত সালঃ 1963
প্রতিষ্ঠাতা  সভাপতিঃ জনাব মোঃ আব্দুল হামিদ মিয়া (টিকে, ততকালীন চেয়ারম্যান হরিদেবপুর ইউনিয়ন পরিষদ।

প্রতিষ্ঠাতা সম্পাদকঃ জনাব মোঃ আলেফ উদ্দীন (আলেফ ধনী)
সার্বিক সহযোগীতায় ছিলেন যাহারা-
1. মোঃ তছির উদ্দীন (তছর ধনী)
2. মোঃ আব্দুল হামিদ (বড় হামিদ)
3. জনাব ডাঃ মোঃ আব্দুল লতিফ
4. জনাব মোঃ মোস্তাফিজার রহমান (লাঙ্গল)
5. জনাব মোঃ মাছির উদ্দীন (গাড্ডা)
6. জনাব মোঃ আব্দুর রহমান (ডিলার)

7. জনাব মোঃ মাহে আলম
8. জনাব মোঃ ছফুর উদ্দীন
9. জনাব মোঃ ইউসুফ মাষ্টার
10. জনাব মোঃ আজিজার রহমান টোরা এবং 

প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ শহিদার রহমান (বিএসসি)

পাগলাপীর বিএল হাই স্কুল, পাগলাপীর, রংপুর।
প্রধান শিক্ষকগণের তলিকা
(1963 থেকে 1994)

 01 জনাব মোঃ শহিদার রহমান (বিএসসি)  
02 জনাব মোঃ হাফিজুল ইসলাম  
03 জনাব মোঃ রেজাউল হক রাজা  
04 জনাব মোঃ মজিবর রহমান  
05 জনাব মোঃ আব্দুল হক (বিএ বিটি)  
06 জনাব মোঃ খোদাদাত সরকার  
07 জনাব মোঃ তোজাম্মল হোসেন (বিএসসি)  
08 জনাব মোঃ হাবিবুর রহমান (বিএ বিএড)  
 
উল্লেখ যে স্থানীয় শিক্ষানুরাগীর সহযোগীতায় 1963 সালে পাগলাপীর নিম্নমাধ্যমিক বিদ্যালয় নামে শিক্ষাকার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1971 সালে মাধ্যমিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়ে পাগলাপীর বি এল হাই স্কুল, রংপুর সদর, রংপুর নাম ধারণ করে। 1994 সালে জনাব মোঃ আব্দুল হামিদ মিয়ার সুযোগ্য পুত্র জনাব ডাঃ মোঃ এখলাছ উদ্দীন সাহেবের নেতৃত্বে স্থানীয় লোকজনের সহযোগীতায় কলেজের কার্যক্রম শুরু হয়।