মো: জয়নাল আবেদীন
অধ্যক্ষ
Paglapir School & College Rangpur
অধ্যক্ষ বানী
আত্নপ্রকাশের বাসনা চিরন্তন, শাশ্বাত। তাই মানুষ তার চিন্তা চেতনায় যা ভাবে তা তার মেধা আত্নবিশ্বাস দিয়ে বাস্তবে প্রতিফলন ঘটাতে সচেষ্টা হয়ে উঠে। যার ফলশ্রতিতে বর্তমান রংপুর সদর উপজেলাধীন অবহেলিত অঞ্চল পাগলাপীর নামক স্থানে শিক্ষার আলো অবহেলিত অঞ্চলে ঘরে ঘরে জ্বালো এই প্রতিপাদ্য সামনে রেখে তৎকালীন দানবীর মরহুম আঃ হামিদ মিয়া (চেয়ারম্যান) জমি দান করে পাগলাপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় নামে 1963 সালে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন। ফলে অত্র এলাকায় শিক্ষার প্রসার ঘটে। বিশেষ করে নারী শিক্ষার প্রসার লাভ করে। পরবর্তীতে পরিলক্ষিত হয় যে অত্র অবহেলিত েএলাকার শিক্ষার গন্ডি এসএসসি পযর্ন্ত সীমা বন্ধ হয়ে যায় বিশেষ করে নারী শিক্ষার একেবারে বন্ধ হয়ে যায়। তাই 1994ইং সালে অত্র প্রতিষ্ঠানটিতে একাদশ-দ্বাদশ শ্রেনী সংযুক্ত করে পাগলাপীর স্কুল ও কলেজ নামে আত্নপ্রকাশ করে। বর্তমান অত্র অবহেলিত অঞ্চলের নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। অত্র প্রতিষ্ঠানটি শিক্ষক গভর্নিং বডি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের নিরলম প্রচষ্টার রংপুর সদর উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেছে এবংঅত্র এলাকার শিক্ষার প্রসার ঘটাতে অগ্রহী ভুমিকা পালণ করছে। আমার দৃঢ় বিশ্বাস প্রতিষ্টান টি ন্যায় পরায়ন সৎ চরিত্রবান ও সুশিক্ষা শিক্ষত মানুষ গঠিনে বলিষ্ট ও অগ্রনী পালন করবে। আমি এ প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্য ও উত্তরোক্তর সমৃদ্ধি কামনা করছি।
মোঃ জয়নাল আবেদীন
অধ্যক্ষ
পাগলাপীর স্কুল ও কলেজ,রংপুর।
